আমি মেহবুব এহসান মুন
আপনাদের সবাইকে আমার Website এ স্বাগত জানাচ্ছি।
আজ আমি আপনাদের সাথে যা শেয়ার করব তা হলোঃ
Internet থেকে আয় : ডাটা এন্ট্রি করে উপার্জন করুন
ডাটা এন্ট্রি করে অর্থ উপার্জনের জন্য আপনার একটিমাত্র দক্ষতাই প্রয়োজন, দ্রুত এবং নিখুতভাবে টাইপ করতে জানা। কাজ পাওয়া যায় খুব সহজেই।
বিশ্বের বহু কোম্পানী রয়েছে যাদের লক্ষ লক্ষ ফরম পুরন করা প্রয়োজন, অথচ একাজের জন্য পর্যাপ্ত লোক নেই। তারা দ্রুতই জেনে গেছে ইন্টারনেট এই কাজের জন্য উপযোগি মাধ্যম। খুব সহজে ব্যক্তি বা প্রতিস্ঠানের কাছ থেকে এই কাজ করিয়ে নেয়া যায়।
অধিকাংশ ক্ষেত্রেই যে ফরমগুলি পুরন করতে হয় সেগুলি ছোট। প্রতি ফরমের জন্য ৩০ থেকে ৫০ ডলার পাওয়া যায়। দিনে ৩০০ থেকে ২০০০ আয় করা অসম্ভব না। শুনে অবাক হতে পারেন, এই কাজ করে মাসে ৪০ হাজার ডলার আয় করার উদাহরন রয়েছে। অন্য কাজে জড়িত থাকলেও সপ্তাহে এক বা দুদিন একাজের জন্য বরাদ্দ রেখে অতিরিক্ত আয় করা যেতে পারে।
এজন্য আপনাকে যোগাযোগ করতে হবে কাজের মধ্যস্থতা করে এমন প্রতিস্ঠানের সাথে। আউটসোর্সিং এর জন্য বিভিন্ন সাইট রয়েছে।
Such as: Odesk.com.
এই website থেকে আপনি আয় করতে পারবেন।Data entry সবচেয়ে সহজ কাজ। এই কাজ করার জন্য আপনাকে Odesk.com এ account খুলে profile 100% complete করতে হবে।Odesk এ data entry এর কাজ করার চেয়ে profile complete করা অনেক কঠিন।
Odesk সম্পর্কে আরও জানতে আমাকে ফোন করতে পারেন : 01780500913
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন